শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ-এর ত্রিবার্ষিক মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে মো. গোলাম জাকারিয়া, সহ-সম্পাদক পদে মো. নাসির আখতার, কোষাধ্যক্ষ পদে মো. মোস্তফা কামাল, পরীক্ষা সম্পাদক পদে মো. শহিদুল ইসলাম, সহ-পরীক্ষা সম্পাদক পদে মো. সফিকুল ইসলাম ও মো. আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক পদে মো. মোফাখখারুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সংস্কৃতি সম্পাদক পদে শ্রী সমিত চট্টোপ্যাধায়, প্রচার সম্পাদক পদে মোসা. খালেদা বেগম নির্বাচিত হয়েছেন।
শনিবার চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সরজন আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন নয়ানশুকা রাশিদা খানম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. তারিক-ই-নূর জামাল।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
Home চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন, সভাপতি সাইফুল সম্পাদক শফিকুল