বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২৯, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে ‘শান্তিকামী জনতা’র ব্যানারে র‌্যালি

‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা পর্যন্ত দরকার’Ñ এই দাবিতে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার দুপুর ২টায় ‘শান্তিকামী জনতা’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে পথসভায় মিলিত হয়।
র‌্যালিতে স্লোগান ছিলÑ ‘মুসলিম-অমুসলিম ভাই-ভাই, উভয়ের মাঝে জিম্মাদারিত্ব চাই’, ‘হিন্দু-মুসলিম ভাই-ভাই, আমরা সবাই ইসলাম চাই’, ‘শান্তি প্রতিষ্ঠার শপথ নিন-র‌্যালিতে যোগ দিন’, ‘দেশ গঠনের শপথ নিন-র‌্যালিতে যোগ দিন’, ‘অন্তর্বর্তীকালীন সরকার-ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় দরকার’ ইত্যাদি।
এসময় গোমস্তাপুর উপজেলার আলীনগর পশ্চিম বাচামারী জামে মসজিদের সাবেক ইমাম এবং সদর উপজেলার আজাইপুর আরামবাগ জা.ও. দাখিল মাদরাসার সহ-সুপার রেজাউল করিম বিন আব্দুল খালেক, শিক্ষক আব্দুল মান্নান, সাবেক শিক্ষক আজগর আলীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ‘আমরা যখন নামাজ পড়ি, তখন আমরা সবাই ভাই-ভাই হয়ে যাই। কিন্তু অতীব দুঃখের, বিষয় যখন (গণতান্ত্রিক) নির্বাচন আসে, তখন আমরা দলে দলে বিভক্ত হয়ে, মারামারি, কাটাকটি শুরু করি। কেউ ধর্মনিরপেক্ষ, কেউ জাতীয়তাবাদী হয়ে যাই। অথচ আমরা সবাই মুসলমান, একজন মুসলিম কখনো জাতীয়তাবাদী ও ধর্মনিরপেক্ষ হতে পারে না। যে নির্বাচন দলাদলি শেখায়, রক্তপাত শেখায়, এক মুসলমানকে অপর মুসলমানকে হত্যা করা শেখায়, সে নির্বাচন আমরা আর চাই না। তাই আমাদের দাবি, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা পর্যন্ত দরকার’।

About The Author

শেয়ার করুন