দৈনিক গৌড় বাংলা

চাঁপাইনবাবগঞ্জে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালিত

স্বৈরাচার আওয়ামী লীগ শাসনের পতনের এক মাস পূর্তিতে গণজাগরণের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চাঁপাইনবাবগঞ্জ ও স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করে।
বিকেল ৩টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে মিছিল দুটি বের করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন- রবিউল ইসলাম, সোহান, তানভির, মোত্তাসিন বিশ্বাস।
অন্যদিকে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে সমাবেশ করে।
ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বক্তারা বলেন- ‘শহীদদের’ আত্মত্যাগকে সমুন্নত রাখতে হবে। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা বলেন- স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যারা ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

About The Author