শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১৮, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জেলিয়াকত হোসেন স্মরণে আলোচনা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মরহুম লিয়াকত হোসেন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটে সংগঠনটির কার্যালয়ে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেনÑ জেলা পরিষদ চেয়ারম্যান ও সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন। আরো উপস্থিত ছিলেনÑ জেলা প্রবীণ হিতৈষী সংঘের সহসভাপতি মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফসার আলী, কোষাধ্যক্ষ সাহজামান, সাংস্কৃতিক সম্পাদক এলার চৌধুরীসহ মরহুমের পরিবারের সদস্যরা।
পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন গত ৩ মে ইন্তেকাল করেন।

About The Author

শেয়ার করুন