বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ১, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযান : আড়াই কেজি হেরোইন উদ্ধার, দুজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৫৫০ গ্রাম হেরোইন, ২৮৫ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার বিকেলে জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, র‌্যাব-৫, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও সিপিএসসি কোম্পানির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া কাইয়ম হাজীর টোলা গ্রামে যৌথভাবে অভিযান চালায়। ওই গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে মো. সফিকুল ইসলাম (২৯) ও তার ভাই মো. জুয়েল রানা (২৬)কে ২ কেজি ৫৫০ গ্রাম হেরোইন, ২৮৫ পিস ইয়াবা এবং নগদ ৫ লাখ ৪৫ হাজার ২১০ টাকাসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা রজু করা হয়েছে।

About The Author

শেয়ার করুন