চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে সাত লক্ষাধিক ভারতীয় জাল রুপি উদ্ধার, একজন গ্রেপ্তার

14

চাঁপাইনবাবগঞ্জে সাত লক্ষ ৯ হাজার ৫শ ভারতীয় জাল রুপিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গত বৃহস্পতিবার বিকেল তিনটায় জেলা শহরের নিয়ামতনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর পারদিলালপুর গ্রামের আজাহার আলীর ছেলে বশির উদ্দিন (৪৯)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ নিয়ামতনগরে বিশেষ অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে সাত লক্ষ ৯হাজার ৫শ ভারতীয় জাল রুপি ও বাংলাদেশি ১২ হাজার ৬০ টাকাসহ বশির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৩টি সীমকার্ড, জাল রুপি তৈরীর গাম ৮শ গ্রাম জব্দ করা হয়।
র‌্যাব আরো জানায়, আটক হওয়া ব্যক্তি ২০১৬ সাল থেকে জালনোট ব্যবসার সাথে জড়িত এবং তার নামে পূর্বে এ সংক্রান্ত আরো ৩টি মামলা চলমান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার একটি নির্জন বাসায় তিনি এ ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।