চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রাম থেকে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি একই গ্রামের মো. মানারুল ইসলামের ছেলে মো. আরিফ হোসেন (৪৫)।
একং সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে মো. আরিফ হোসেনের বাড়িতে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৬টায় এ অভিযান চালানো হয়। এসময় ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইনসহ আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।