চাঁপাইনববাগঞ্জ পৌরসভার নয়াগোলা হাট সংলগ্ন কল্যাণপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গত শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চলা অভিযানে ১টি ক্ষুর, প্লাস্টিকের হাতলযুক্ত ১টি ফোল্ডিং চাকু, কাগজে মোড়ানো ২ পুরিয়া গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।