চাঁপাইনবাবগঞ্জে ৯৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। আটক হওয়া ব্যক্তি নোয়াখালী জেলার সদর উপজেলার চন্দ্রপুর গ্রামের মো. সেলিমের ছেলে মো. ফয়সাল ওরফে মামুন (৩৮)।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গত রবিবার সন্ধ্যা ৭টায় অভিযান চালিয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কুমিল্লা হতে একটি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ গাঁজা চাঁপাইনবাবগঞ্জে আসছে। এরপর র্যাব ক্যাম্পের আভিযানিক দল বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান এবং মাদকের সর্ববৃহৎ চালান ৯৬ কেজি গাঁজাসহ মো. ফয়সাল ওরফে মামুনকে আটক করা হয়।