চাঁপাইনবাবগঞ্জে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা

12

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৮ মে রবীন্দ্র-নজরুল সন্ধ্যা আয়োজন করা হবে। জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগীত, কবিতা, নৃত্য পরিবেশন করা হবে, থাকবে আলোচনাও। বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম। উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মনিম উদ দৌলা চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৗশলী মোজাহার আলী প্রামানিক, বিএমডির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, সংগীত শিল্পী ওস্তাদ আলাউদ্দিন, গোলাম ফারুক মিথুনসহ সাংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিবৃন্দ।