চাঁপাইনবাবগঞ্জে বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। সকালে জেলা যুব মহিলা লীগ শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, যুগ্ম সম্পাদক শরিফুল আলম, জেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. দুররুল হোদা, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন। জেলা যুব মহিলা সাধারণ সম্পাদক সান্তনা হক সভা সঞ্চালনা করেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ।
পরে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শহরের মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা যুব মহিলা লীগ নেতৃবৃন্দ।