চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

32

চাঁপাইনবাবগঞ্জে পৃথক আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের আয়োজনে জেলা শহরের শহীদ মনিমুল হক সড়কে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উদ্দোলন করা হয়। পরে সেখান থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
কর্মসূচিতে অংশ নেনÑ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য গোলাম শাহনেওয়াজ অপু, শহীদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিউল ইসলাম শাকিল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক। এতে সভাপতিত্ব করেন পৌর যুবলীগের সভাপতি রাকিবুল আহসান বিরু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ।
পরে কেক কাটেন নেতৃবৃন্দ।
অন্যদিকে বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি শাহনেওয়াজ দুলালের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেনÑ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিকের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ।
পরে কেক কাটেন নেতৃবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগ সদস্য আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আশফাকুর রহমান রাসেল, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিকসহ আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।