নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্প বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেনÑ জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান।
নেটজ-বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশন এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রকল্পটি সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাসকো ফাউন্ডেশনের এলাকা সমন্বয়কারী রুহুল আমিন।
কর্মশালায় নারী নির্যাতন, যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধে কিছু সুপারিশ উপস্থাপন করা হয়। এই সুপারিশগুলো প্রস্তাব করেন যুক্ত প্রকল্পের স্টুডেন্ট ফোরাম ও নাগরিক সমাজ সংগঠনের সদস্যবৃন্দ।
যৌথ কর্মশালায় উপস্থিত ছিলেন, শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ সদস্য ও ডাসকো ফাউন্ডেশনের কর্মীগণ।