নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার (০১ আগস্ট) সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার প্রায় ২ হাজার মসজিদে একাধিক জামায়াতের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমান সমাজ ঈদুল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। এরপর শুরু হয় মহান আল্লাপাকের সন্তষ্টির জন্য পশু করোনাবানি।
সকালে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ পাঠানপাড়ার নিজ বাসভবনে আদায় করেন ঈদের নামাজ।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল নিজ গ্রাম মনাকষায় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম সকাল ৭ টায় নাচোল সদর ইউনিয়নের ঝিকড়া জামে মসজিদে আদায় করেন ঈদের নামাজ।
আদালত চত্বরে কোর্ট জামে মসজিদে জেলা প্রশাসক এজেডএম নূরুল হকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সামাজিক দূরত্ব বজায় রেখে মুসুল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
জেলা পুলিশ লাইন্সে সকাল ৮টা ও সাড়ে ৯ টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। এখানে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করেন।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি নিজ গ্রাম আমনুরা মিয়াপাড়ায় কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার বাসায় ঈদের নামাজ আদায় করেন।
শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম নিজ গ্রাম জালমাছমারী জামে মসজিদে ও পৌরমেয়র কারিবুল হক রাজিন পিঠালীতলা জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সকাল সাড়ে ৭টায় বড়ধাই চন্ডিপুর বাইলক্যাপাড়া জামে মসজিদে ও পৌরমেয়র আব্দুর রশিদ খান নাচোল বাজার স্কুল পাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
এদিকে, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম উপজেলা পরিষদ চত্বর জামে মসজিদে ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন উলাডাঙ্গা জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
অন্যদিকে, করোনা পরিস্থিতির কারণে রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক ও গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেন বেলেপুকুর মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
জেলা ও উপজেলা প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিধি মেনে ঈদ উদযাপনের জন্য বলা হয়। পরিবেশ ঠিক রাখতে দ্রæত সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে নিতে বলো হয়। চামড়া সংরক্ষণের জন্যও বলা হয়।