Last Updated on জুলাই ৩০, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
সভায় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ অন্যরা।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস এই মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় ও জেলায় মাছ উৎপাদন সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন জেলা মৎস্য অফিসারের কার্যালয়ের সহকারী পরিচালক এলিজা খাতুন।
মতবিনিময় সভায় জানানো হয়, বুধবার বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বুধবার সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে, এরপর সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের করা হবে এবং র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ উপস্থিত থাকার কথা রয়েছে।
সপ্তাহব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছেÑ মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা, মৎস্যসম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা, পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা, প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশগ্রহণে মৎস্যসম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময়, মৎস্যচাষিদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুর-জলাশয়ের পানির ভৌত রাসায়নিক পরীক্ষা, ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা, মৎস্য বিষয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর মূল্যায়ন এবং সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এই মতবিনিময়ের আয়োজন করে।
মৎস্য অফিসে অনুষ্ঠিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস। তিনি সপ্তাহব্যাপী কর্মসূচির বিবরণ উল্লেখ করে বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামীকাল বুধবার পোনামাছ অবমুক্তকরণ, ব্যানার ফেস্টুনসহযোগে র্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সফল মৎস্যচাষিদেরকে পুরস্কার প্রদান করা হবে। ১ আগস্ট বেলা ১১টায় প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময়; ২ আগস্ট অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা; ৩ আগস্ট মৎস্যচাষিদের বিশেষ পরামর্শ প্রদান, পুকুরের পানি ও মাটি পরীক্ষা, প্রামাণ্যচিত্র প্রদর্শন; ৪ আগস্ট মৎস্যচাষিদের মধ্যে উপকরণ বিতরণ এবং ৫ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।