বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ২১, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে ভেজাল সার ও কীটনাশক বিক্রির অভিযোগে জেল জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলশা বাজারে ভেজাল রাসায়নিক সার ও কীটনাশক বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে জেল ও জরিমানা করেছেন মোবাইল কোর্টের বিচারক।
মোবাইল কোর্টে থাকা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুনের নেতৃত্বে পলশা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেসার্স গোলাপ ট্রেডার্সের প্রোপ্রাইটার গোলাম রাব্বানীকে ভেজাল রাসায়নিক সার ও ভেজাল কীটনাশক বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তিনি আরো জানান, এর আগে স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে মেসার্স গোলাপ ট্রেডার্সের দোকানের সার ও কীটনাশক সংগ্রহ করে টেস্ট করা হয়। টেস্টে ভেজাল প্রমাণিত হলে মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়।

About The Author

শেয়ার করুন