শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে মৃধাপাড়ায় দোয়া ও ইফতার

কাসেমুল উলুম হাফেজিয়া মাদরাসা ও ‘আমরা ৯৩’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে মৃধাপাড়ায় কাসেমুল উলুম হাফেজিয়া মাদরাসার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মৃধাপাড়া (শান্তি মোড়) কাসেমুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও গোরস্থান কমিটি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেনÑ মাদরাসাটির পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রহুল আমিন, সহসভাপতি মো. হাম্মাদ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আব্দুল হাকিম, আজিজুর রহমান, মাদরাসাটির প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. ইব্রাহিম আলী, মাদরাসা এবং গোরস্থান কমিটির সদস্য, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিসহ মাদরাসাটির হাফেজ শিক্ষার্থীরা।
ইফতার-পূর্বে দোয়া মাহফিলে গোরস্থানটিতে শায়িত সকল মৃত মানুষের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন টাউন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মাহবুবুর রহমান।

About The Author

শেয়ার করুন