চাঁপাইনবাবগঞ্জে মাসহ গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জননী আমাদের মায়েদের জন্য অনেক কিছুই করেছেন। একসময় ল্যাক্টেটিং মাদার কর্মসূচি করেছিলেন এবং পরে মা ও শিশুদের জন্য ভর্তুকি দিয়ে এক বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছেন। আমরা যেমন আমাদের মাকে ভালোবাসব তেমনি আমাদের দেশমাতৃকাকেও ভালোবাসব। আমাদের খেয়াল রাখতে হবে সমাজে যেন আর কোনো বাল্যবিয়ে না হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে সূচনা বক্তব্যে মা দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা অখতার।
বিশেষ অতিথির বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শফিকুল আলম।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য দেন- উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, ইউনিয়ন পরিষদ সদস্য জাহানারা বেগম, সাংবাদিক নুর মোহাম্মদসহ অন্যরা।