শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ২০, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে মাহিন্দ্রা ট্রাক্টরের মেগা ফ্রি সার্ভিস ক্যাম্প অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাহিন্দ্রা ট্রাক্টরের মেগা ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভার সঙ্গে সাংকৃতিক অনুষ্ঠানও করা হয়।
গতবুধবার জেলাশহরের নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই মেগা ফ্রি সার্ভিস ক্যাম্পে সকল মাহিন্দ্রা পুরাতন ট্রাক্টর সার্ভিস করানো হয়। পাশাপাশি ট্রাক্টর মালিক ও চালকদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়।
এসময় উপস্থিত ছিলেনÑ মাহিন্দ্রা ট্রাক্টরের জি.এম. তারেকুজ্জামান সরকার, জোনাল সেলস ইনর্চাজ মো. মনিরুল ইসলাম, রিকভারি ম্যানেজার কাজী পিকুল হোসেন, জেড. আই. মো. উজ্জল হোসেন, সার্ভিস কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান, সার্ভিস ইঞ্জিনিয়ার মো. মমিন মিয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑ নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ আর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার মাহিন্দ্রা ট্রাক্টরের ডিলার মজিদ উদ্দিন হিরু এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার টি.এস.ও. মো. ইব্রাহীম।
মেগা ফ্রি সার্ভিস ক্যাম্পে যন্ত্রাংশের ওপর ১০% এবং মবিল ও গিয়ার অয়েলের ওপর ৫% ডিসকাউন্ট প্রদান করা হয়। সার্ভিস ক্যাম্পে ২টি ট্রাক্টর ডেলিভারি এবং ৪টি বুকিং হয়। খবর বিজ্ঞপ্তির।

About The Author

শেয়ার করুন