চাঁপাইনবাবগঞ্জে মাস ব্যাপী সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

57

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৬ বালকদের মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৭-২০১৮’র অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ডা. আআম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
গত কাল বৃহস্পতিবার প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জেলা শিক্ষা অফিসার মোহা. আব্দুল লতিফ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নহির উদ্দিন, জেলা মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মে. তৌফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো:. তৌফিকুল ইসলাম তোফা, সহসভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি, ইকবাল মনোয়ার খান চান্নাসহ অন্যরা। সাঁতার প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মো. হুসনে রাকিব এবং সার্বিক দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া অফিসার মো. আখতারুজ্জামান রেজা তালুকদার।