Last Updated on মে ১০, ২০২৫ by
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা শনিবার থেকে শুরু হয়েছে। বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন— পুলিশ সুপার মো. রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ অন্যরা।
মেলার আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মেলায় শতাধিক স্টল ও ১৬টি প্যাভেলিয়ন থাকবে। এছাড়াও শিশু-কিশোরদের বিনোদনের জন্য প্রায় ২০টি বিভিন্ন ধরনের রাইড থাকছে। মেলায় প্রবেশ ফি ধরা হয়েছে জনপ্রতি ২০ টাকা।
মেলার উদ্বোধনের পর জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন— আশা করি এ মেলা চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। বিনোদন থাকবে, তবে অশালীন কোনো কিছু থাকবে না।