শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on অক্টোবর ২১, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে সোমবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য, অগ্রাধিকার দেয়ার সময় এখনই’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিভিল সার্জন কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে।
সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজির আহমেদ।
মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার ডা. এএসএম আশরাফুজ্জামন শাহীন ও সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আস শামস তিলক। আলোচনায় অংশ নেন- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতানা পাপিয়া, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ফারুক আহমেদ, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুনসহ অন্যরা। আলোচনা সভা সঞ্চালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামশুন নাহার।
বক্তারা বলেন- মানুষের শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে হলে মানসিক স্বাস্থ্য ভালো থাকা প্রয়োজন। এ জন্য কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে, দিনের কোনো এক সময় কায়িক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে, খাবার ঠিকমতো খেতে হবে, রাত জেগে মোবাইল না দেখে ঠিকমতো পর্যাপ্ত ঘুমাতে হবে, খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে, ভালো কাজে মন দিতে হবে।
সিভিল সার্জন তার বক্তব্যে জানান, আমাদের দেশে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালগুলোতেও মানসিক রোগের চিকিৎসার জন্য ডাক্তার নেই। তবুও আমরা টেলিমেডিসিনের মাধ্যমে এবং প্রশিক্ষিত এমবিবিএস ডাক্তারদের দিয়ে মানসিক রোগের চিকিৎসা করিয়ে যাচ্ছি।

About The Author

শেয়ার করুন