চাঁপাইনবাবগঞ্জে ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব এই কর্মসূচি পালন করা হয়। শনিবার বেলা ১১টার দিকে জেলাশহরের সোনার মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, রাজশাহী বিভাগের সহ-সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত; জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, হায়াত-উদ্দৌলা ও সদস্য সচিব রফিকুল ইসলাম; উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোবিনুর রহমান মবিন মিয়া, বিএনপি নেতা আবু তাহের খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি।
মানববন্ধনে বক্তারা তেল, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান। এছাড়াও বর্তমান সংসদ বাতিল, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।