চাঁপাইনবাবগঞ্জে জেলাশহরের শান্তি মোড় এলাকার মৃধা পাড়া কাশেমুল উলুম মাদরাসার ৬ জন হাফেজ মাদরাসা বোর্ড থেকে ২০২১ সালের হেফজুল কোরআনে কৃতিত্বের সাথে পাস করায় বোর্ডের পক্ষ থেকে পুরস্কার ও মাদরাসার পক্ষ থেকে পাগড়ি প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ ছাত্রদের মধ্যে পাগড়ি তুলে দেন মাদরাসাটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম আলির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑ মাদরাসাটির সদস্য গোলাম মর্তুজা মন্ডল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, মাদরাসা কমিটির সদস্য হাম্মাদ আলি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানসহ মাদরাসাটির শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
পাগড়ি প্রদান অনুষ্ঠানে কোরআন থেকে আলোচনা ও দোয়া পরিচালনা করেন টাউন জামে মসজিদের ইমাম মাওলানা মো. মাহবুবুর রহমান। শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।