চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আনসুর আলী (৪০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
রবিবার অতিরিক্ত দায়রা জজ-১ রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দ-িত আনসুর জেলার সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের চর শেখালিপুর গ্রামের জাকাতুল্লাহর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, ২০২২ সালের ২৫ মার্চ ডিবি পুলিশের অভিযানে বাড়ি থেকে ৪০০ গ্রাম হেরোইন ও ১ কেজি ৬০০ গ্রাম অ্যালকালয়েড (অপিয়াম)সহ গ্রেপ্তার হয় আনসুর। এ ব্যাপারে ওই দিন ডিবির এসআই অনুপ কুমার সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই রিপন কুমার ২০২২ সালের ২৭ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(গ) ও ৬(গ) ধারায় আদালতে দুজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। আদালত আনসুরকে দোষী সাব্যস্ত করে ৮(গ) (হেরোইন রাখার দায়ে) ধারায় যাবজ্জীবন কারাদ- এবং ৬(গ) (অপিয়াম রাখার দায়ে) ধারায় ১০ বছর কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদ-ের আদেশ দেন। বিচারক আদেশে উল্লেখ করেন, দুই সাজা একত্রে চলবে।