চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

38

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আনসুর আলী (৪০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
রবিবার অতিরিক্ত দায়রা জজ-১ রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দ-িত আনসুর জেলার সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের চর শেখালিপুর গ্রামের জাকাতুল্লাহর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, ২০২২ সালের ২৫ মার্চ ডিবি পুলিশের অভিযানে বাড়ি থেকে ৪০০ গ্রাম হেরোইন ও ১ কেজি ৬০০ গ্রাম অ্যালকালয়েড (অপিয়াম)সহ গ্রেপ্তার হয় আনসুর। এ ব্যাপারে ওই দিন ডিবির এসআই অনুপ কুমার সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই রিপন কুমার ২০২২ সালের ২৭ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(গ) ও ৬(গ) ধারায় আদালতে দুজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। আদালত আনসুরকে দোষী সাব্যস্ত করে ৮(গ) (হেরোইন রাখার দায়ে) ধারায় যাবজ্জীবন কারাদ- এবং ৬(গ) (অপিয়াম রাখার দায়ে) ধারায় ১০ বছর কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদ-ের আদেশ দেন। বিচারক আদেশে উল্লেখ করেন, দুই সাজা একত্রে চলবে।