‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বিজিবি মহাপরিচালকের দিকনির্দেশনায় মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি-২০২৩ বাস্তবায়ন করছে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন।
গত ৩০ জুলাই হতে আগামী ৫ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ পালন করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টায় ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন সদর দপ্তরের পুকুরে বিভিন্ন প্রজাতির ৭ হাজার ২০০টি মাছের পোনা অবমুক্ত করেন। কর্মসূচিতে ব্যাটালিয়নটির সকল পদবির সদস্য অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন বলেন, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল পাচার দমনের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ও মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে দেশে মাছ উৎপাদনে ভূমিকা রাখবে বিজিবি।