চাঁপাইনবাবগঞ্জে মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল, সভাপতি সাইদুর, সম্পাদক শরিফুল

57

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেল ৪টায় মহারাজপুর ফিল্টের হাট আমবাজার ভবনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে কাউন্সিলের প্রথম অধিবেশনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন করা হয়।
কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ।
আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, যুগ্ম সম্পাদক শরিফুল আলম, সদস্য ও সংরক্ষিত সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, সদস্য ও পৌর মেয়র মোখলেসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুল শাকের জঙ্গী ও আব্দুর রাকিবসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। কাউন্সিল সঞ্চালনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
কাউন্সিলের উদ্বোধক ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম।
একই স্থানে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে ছয়জন প্রার্থীতার আবেদন করে। সমাঝোতার ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে সভাপতি ও শরিফুল ইসলাম মুক্তাকে সাধারণ সম্পাদক করে মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের তিন বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়।