Last Updated on জানুয়ারি ১৭, ২০২৫ by
চাঁপাইনবাবগঞ্জে মহারাজপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে মহারাজপুর ইউনিয়ন পরিষদ এলাকার একটি আমবাগানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মহারাজপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কেতাবুল ইসলাম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা ছিলেন— জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন— সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব জহিরুল হক বুলু বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক গোলাম সারোয়ার, গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নূরুল ইসলাম সেন্টু, জেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক ফারুক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্মেলন সঞ্চালনা করেন মহারাজপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলী হোসেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কমিটি গঠনে আলোচনা চলছিল।