চাঁপাইনবাবগঞ্জে মইনুদ্দীন মন্ডলের মৃত্যুবার্ষিকী পালিত

14

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডলের প্রথম মৃত্যুবার্ষিকী  শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে জেলাশহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে বিকেলে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নজর হোসেন খান ব্রিটিশ, সহসভাপতি মো. গোলাম মর্তুজা আলি, সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, কোষাধ্যক্ষ মো. এরফান আলি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ অন্য নেতৃবৃন্দ। আলোচনা সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম মইনুদ্দীন মন্ডল গতবছর ২৫ জুন ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেন।