চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক এক কর্মশালা বৃহস্পতিবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। ডাসকো ফাউন্ডেশনের সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেনÑ উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, ডাসকোর ক্যাúাসিটি বিল্ডিং (ট্রেনিং) ইসরাত জাহান।
মাল্টিমিডিয়ার মাধ্যমে ডাসকোর চলমান সমন্বিত পানিসম্পদ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্পটির আঞ্চলিক সমন্বয়কারী সেলিম রেজা। বর্তমানে ভূগর্ভস্থ পানির অবস্থা ও করণীয় বিষয়ক তথ্য উপস্থান করেন সহকারী প্রকল্প সমন্বয়কারী আনোয়ারা বেগম।
মুক্ত আলোচনায় অংশ নেনÑ বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুণ-অর-রশিদ, চাঁপাইনবাবগঞ্জে টিআইবির এরিয়া ম্যানেজার সফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা উপসহকারী প্রকৌশলী জন পলাশ হাসদাঁ, দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশিরসহ অন্যরা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি তার বক্তব্যে জানান, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন পানির স্তর ৭০-৮০ ফুটের মধ্যে ছিল যা বর্তমানে ১৭০-১৮০ ফুটে নেমে গেছে।
জন পলাশ হাসদাঁ জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হামিদুল্লাহ স্কুল এলাকার পানির অবস্থ খুবই খারাপ। পানির স্তরও অনেক নিচে এবং পানতে লবণাক্ততা পাওয়া গেছে।
কর্মশালায় বক্তারা ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূউপরিস্থ পানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং ডাসকোর পানি বিষয়ক কার্যক্রম গোটা জেলায় সম্প্রসারণ করার জন্য অভিমত ব্যক্ত করেন।
বেলা ১১ টাকা থেকে শুরু হওয়া কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য, ইউনিয়ন পরিষদ সচিব, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এসময় পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রকৌশলী জাহিদ হাসান, ডাসকো ফাউন্ডেশনের সমন্বিত পানি সম্পাদ ব্যবস্থাপনা প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার আব্দুল ওহাব রিপন, কনিকা খান ও মেকাইল টুডুসহ অন্যরা।