চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগী ও পরিবারের সদস্যদের মানববন্ধন
‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহার দাবি
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ সরকারের আমলে ‘জঙ্গি নাটক সাজিয়ে হত্যা এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন’ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। সোমবার বেলা ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ভুক্তভোগী সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর ব্যনারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন গ্রেপ্তার হওয়া ১০ ব্যক্তি। এসময় তারা বলেন, মামলার কারণে তারা সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনো তাদের সেই মামলার বোঝা বয়ে বেড়াতে হচ্ছে, এসব মামলা প্রত্যাহার করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন- অপারেশন ঈগল হান্টে নিহত মসলা বিক্রেতা আবুর স্ত্রী সুমাইয়া ও আবুর পিতা আফসার আলী। এছাড়াও বক্তব্য দেন ভুক্তভোগী জিয়াউর রহমান, তৌহিদুল ইসলাম, বাবুল ইসলাম, আব্দুল্লাহিল কাফি, মাহিদুর রহমান, নজরুল ইসলাম, ওয়ালিউল্লাহ, মাসুদ পারভেজসহ অন্যরা।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- অ্যাডভোকেট আশরাফুদ্দৌল্লা। এসময় তিনি বলেন, বিগত সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের যে বর্ণনা আজ ভুক্তভোগীরা দিলেন, তা শুনে আমরা রাষ্ট্রের কাছে আবারো এ মামলাগুলোর পুনর্তদন্ত দাবি করছি। কারো প্রতি অন্যায় হয়ে থাকলে তার ক্ষতিপূরণ প্রদানে রাষ্ট্রের কাছে দাবি করছি আমরা।
পরে, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।