দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগী ও পরিবারের সদস্যদের মানববন্ধন
‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহার দাবি

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ সরকারের আমলে ‘জঙ্গি নাটক সাজিয়ে হত্যা এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন’ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। সোমবার বেলা ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ভুক্তভোগী সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর ব্যনারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন গ্রেপ্তার হওয়া ১০ ব্যক্তি। এসময় তারা বলেন, মামলার কারণে তারা সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনো তাদের সেই মামলার বোঝা বয়ে বেড়াতে হচ্ছে, এসব মামলা প্রত্যাহার করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন- অপারেশন ঈগল হান্টে নিহত মসলা বিক্রেতা আবুর স্ত্রী সুমাইয়া ও আবুর পিতা আফসার আলী। এছাড়াও বক্তব্য দেন ভুক্তভোগী জিয়াউর রহমান, তৌহিদুল ইসলাম, বাবুল ইসলাম, আব্দুল্লাহিল কাফি, মাহিদুর রহমান, নজরুল ইসলাম, ওয়ালিউল্লাহ, মাসুদ পারভেজসহ অন্যরা।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- অ্যাডভোকেট আশরাফুদ্দৌল্লা। এসময় তিনি বলেন, বিগত সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের যে বর্ণনা আজ ভুক্তভোগীরা দিলেন, তা শুনে আমরা রাষ্ট্রের কাছে আবারো এ মামলাগুলোর পুনর্তদন্ত দাবি করছি। কারো প্রতি অন্যায় হয়ে থাকলে তার ক্ষতিপূরণ প্রদানে রাষ্ট্রের কাছে দাবি করছি আমরা।
পরে, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

About The Author