চাঁপাইনবাবগঞ্জে ভার্চুয়াল স্কাউটিংয়ের তাগিদ জেলা প্রশাসকের

39

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে ভার্চুয়াল স্কাউটিংয়ের উপর তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক ওয়ার্কশপে তিনি এই তাগিদ দিয়ে বলেন-করোনা পরিস্থিতির কারণে স্কাউটদের কার্যক্রম বন্ধ রয়েছে। অথছ অতীতের মতো এই দুর্যোগেও স্কাউটসরা সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে জনসাধারনের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতো। তাই ভার্চুয়াল স্কাটিং চালু করতে হবে। স্কাউটদের জনসাধারণে পাশে দাঁড়াতে হবে। তাদেরকে করোনাভাইরাস ও ডেঙ্গু সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তুলতে হবে।
ওয়ার্কশপে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। উপস্থিত ছিলেন, জেলা কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান, জেলা সেক্রেটারী গোলাম রশিদসহ জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ স্কাউটস নেতৃবৃন্দ।