চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ব্যবাসায়ী প্রতিনিধি দল

17

বাংলাদেশের সোনামসজিদ ও ভারতের মহদীপুর স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা সমাধানের লক্ষে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু ও সাধারণ সম্পাদক উত্তম বসাকসহ ৩৭ সদস্যের ভারতীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাঁপাইনবাবগঞ্জে এসেছেন। বুধবার দুপুরে সোনামসজিদ-মহদীপুর ইমিগ্রেশন দিয়ে তারা বাংলাদেশে আসেন।
ভারতীয় প্রতিনিধি দলকে সোনামসজিদ ইমিগ্রেশনে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানান- চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি মসিউল করিম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন ইতি, বিশিষ্ট ব্যবসায়ী মেসবাহুল হকসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, ভারত-বাংলাদেশের মধ্যে নানা পণ্য আমদানি-রপ্তানি হলেও রয়েছে বিভিন্ন সমস্যা। সেই সমস্যা সমাধান হলে দুই দেশের ব্যবসায়ীদের অনেকাংশে সুবিধা নিশ্চিত হবে।
সে সকল সমস্যা সমাধানের লক্ষে আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আলোচনায় বসার কথা রয়েছে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের।