Last Updated on মে ২৯, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মো. মজিবুর রহমান, বর্তমান পরিষদের পরিচালক রাইহানুল ইসলাম লুনা, মো. আনোয়ার হোসেন, কাউসার জাহান, সহযোগী সদস্য ও নাগরিক কমিটির সদস্য সচিব মো. মনিরুজ্জামান মনির, সহযোগী সদস্য মনিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, সাধারণ সদস্য ও ঠিকাদার সমিতির সাবেক সভাপতি মো. তৌহিদুর রহমান, জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শওকত আলীসহ অন্যরা।
মানববন্ধন শেষে ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এর আগে জেলাশহরের বড় ইন্দারা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।
উল্লেখ্য, এর আগে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছিলেন আব্দুল ওয়াহেদ।