সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ২৭, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশনের দুই দশক পূর্তি উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের দুই দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় একটি র‌্যালি শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে মিলিত হয়।
বৈশাখী টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল ওহাবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ। বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা সভাপতি আসলাম কবীর, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, লেখক ও লোকসমাজ গবেষক ড. শহীদ সারওয়ার আলো।
এসময় উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনর জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও জেলা সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের জেল প্রতিনিধি রফিকুল আলম, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন চৌধুরী, এটিএন নিউজের জেলা প্রতিনিধি নাদিম হোসেন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, নাগরিক টেলিভিশন ও মানবজমিনের প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী, আইনজীবী আব্দুস সালামসহ অন্যরা।
এসময় বক্তারা বৈশাখী টেলিভিশনের দীর্ঘ সময়ে পথচলা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া অন্যান্য অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশ ও জাতি গঠনে ভূমিকারও প্রশংসা করেন। অতিথিরা বৈশাখী টেলিভিশনে উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। শেষে ২০ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জমশেদ আলী।

About The Author

শেয়ার করুন