বেসিক ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে গত কাল বৃহস্পতিবার বিকেলে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। এউপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আব্দুল মানিকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন অগ্রণী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ইকবাল কবীর আকন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী ব্যবস্থাপক রাজিব আহম্মেদ, সাংবাদিক সাজেদুল হক সাজু, শিক্ষক আলী হোসেন, কৃষক জুলহাস উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কৃষকদের স্বাবলম্বী করার জন্য স্বল্প সুদে এ ঋণ বিতরণ করা হচ্ছে। কৃষকদের উদ্দেশে বক্তারা বলেন, ফপানারা গাভী পালন, ধান, ভূট্টা হলুদ, কলা, আখসহ অন্যান্য ফসল চাষাবাদ করে স্বাবলম্বী হবেন এটাই আমাদের প্রত্যাশা।
পরে, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ৩৪ জন কৃষকের মাঝে ৪২ লক্ষ টাকার চেক বিতরণ করেন।