শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ১২, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে বেনজীর ও শহীদুলের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শিবরামপুর এলাকার আবুল হোসেন বাবু নামে এক ব্যক্তিকে অপহরণ করে হত্যার অভিযোগ এনে র‌্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য চাঁপাইনবাবগঞ্জের একটি আদালতে আবেদন করা হয়েছে।
মারা যাওয়া আবুল হোসেন বাবুর স্ত্রী জুলেখা বেগম বৃহস্পতিবার দুপুরে আমলি আদালত গোমস্তাপুর অঞ্চলে এ আবেদন করেন।
শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব আগামী ১৮ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন।
মামলার অন্য আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক এবং গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামের সেরাফত আলী খানের ছেলে মনিরুল ইসলাম টুলু ও একই এলাকার ইদ্রিশ আলীর ছেলে মো. মোরসালিনসহ অজ্ঞাত আরো ১৫-২০ জন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু জানান, বাদীনী তার আবেদনে উল্লেখ করেছেন, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর রহনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আবুল হোসেন বাবুকে র‌্যাব-পুলিশের সদস্যরা অপহরণ করে। পরদিন রহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

About The Author

শেয়ার করুন