Last Updated on মে ৩০, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে বেকারদের চার্জারভ্যান দিল জেলা পরিষদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে বেকারদের কর্মসংস্থানের লক্ষে ব্যাটারিচালিত চার্জারভ্যান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চত্বরে এসব ভ্যান বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সংরক্ষিত আসনের সদস্য তাসলিমা বেগম, সদস্য সাবিহা শবনম কেয়া, সদস্য কবির খান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদসহ অন্যরা।
জেলা পরিষদের অর্থায়নে ২০২২-২৩ অর্থবছরে জেলা পরিষদের সংরক্ষিত সদস্য (গোমস্তাপুর) সাবিহা শবনম কেয়ার গৃহীত প্রকল্পে চারজন বেকার যুবককে আত্মকর্মসংস্থানের লক্ষে ৪ লাখ টাকা ব্যয়ে ৪টি অটোচার্জার ভ্যান বিতরণ করা হয়।