শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২৯, ২০২৫ by

চাঁপাইনবাবগঞ্জে  বীজ সার ও গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার ১ হাজার ৯০০ কৃষকের মধ্যে ৫ কেজি করে আমন ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমপি সার বিতরণ করা হয়েছে। এছাড়াও ১৭০টি প্রতিষ্ঠানকে ৫টি করে নারিকেলের চারা; ২০ জন কৃষককে গ্রীষ্মকালীন কাণ্ড পেঁয়াজ বীজ; ৪৫০ জন কৃষককে ৫টি করে লেবু চারা; ২০০ জন কৃষককে ৫ প্যাকেট করে গ্রীষ্মকালীন সবজি বীজ এবং ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার; ৫৫০ জন কৃষককে ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার, বেড়া ও কীটনাশক; ২০ জনকে তুলাবীজ, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি করে ডিএপি ও এমওপি, ২ কেজি বোরণ, বালাইনাশক ৩ প্যাকেট ও হরমোন ১টি দেয়া হয়েছে। এছাড়াও ১০০ জনকে ৫টি করে আমের চারা, ১ হাজার ৬০০ জনকে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা ১টি করে দেয়া হয়েছে। ৩৫০ জনকে তালবীজ ও বেড়া দেয়া হয়েছে। এছাড়াও পেঁয়াজ সংরক্ষণে ১২টি এয়ার ফ্লো মেশিন দেয়া হয়েছে।
রবিবার সদর উপজেলা কৃষি অফিস এসব বিতরণের আয়োজন করে। দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এইসব বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
এসময় চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন