চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

33

“শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা” এই প্রতিপাদে রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। তিনি মায়েদের গভীর শ্রদ্ধা জানান এবং মাদার তেরেসার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক পিতা মাতার ভরণ পোষণ আইনের কথা তুলে ধরেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে মা দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সাহিদা আখতার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, সমতা নারী উন্নয়ন সংস্থার সভাপতি আকসানা খাতুনসহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সভা সঞ্চলানা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার উম্মে সুমাইয়া।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব মা দিবস উদযাপন হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতোর সভাতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিথীলা দাস। এছাড়া আরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিএ প্রকল্পের ট্রেইনার গোলাম মাসুদ কাইসার রকি, সুলতানা খাতুন।
গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর ফৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভাকক্ষে আলোচনাসভায় মিলিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা তথ্য আপা তাকদিরা খাতুন, ছাত্রী হালিমা খাতুন, আইজিএ প্রকল্পের ট্রেনার শামসুন্নাহার টুম্পা। আলোচনা শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সংগীত পরিবেশন করেন।
ভোলাহাট প্রতিনিধি : রবিবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর বিশ^ মা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে উপজেলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন। অন্যান্যের মধ্যে ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারী আনজুয়ারা খাতুনসহ অন্যরা বক্তবৃতা করেন।
প্রয়াস: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ও সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে বিশ^ মা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় ও সমৃদ্ধি কর্মসূচির আওতায় এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এতে সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী উজ্জল হোসেন, নারুল হক, ইউনিট-২২ ব্যবস্থাপক আরিফুল ইসলামউন্নয়নে যুব সমাজের সদস্য, প্রবীণ সদস্য, সমৃদ্ধির শিক্ষকসহ সমৃদ্ধি টিমের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।