সোমবার, ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on ডিসেম্বর ১০, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার র‌্যালি ও পথসভার মধ্যদিয়ে দিবসটি পালন করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি নামফলকের পাদদেশে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য দেন- জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহসভাপতি ড. মোহা. এমরান হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদিসহ অধ্যক্ষ মোহাম্মদ জোব্দুল হক, অ্যাডভোকেট অসলাম উদ দৌলা, মো. শাহজাহান আলীসহ অন্যরা। সভা সঞ্চালনা করেন ড. মো. শরিফুল ইসলাম।
বক্তারা মানবাধিকার বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচিতে জেলা ও উপজেলার মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।

About The Author

শেয়ার করুন