চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস উদযাপন > ভবন নির্মাণ নীতিমালা মেনে ভূমিকম্প সগনশীল ভবন নির্মাণের আহবান

47

চাঁপাইনবাবগঞ্জে গত কাল সোমবার বিশ্ববসতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসের আলোচনা অনুষ্ঠানে ভবন নির্মাণ নীতিমালা মেনে ভবন নির্মাণের আহবান জানো হয়। এ সময় বক্তরা বলেন, ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ করতে হলে মৃত্তিকা বিজ্ঞানি দিয়ে মাটি পরীক্ষা এবং প্রকৌশলী দিয়ে নকশা তৈরী করে নির্মাণ করতে হবে। রাজমিস্ত্রির কথায় কখনই ভবন নির্মাণ করা যাবে না।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন-সরকারিভাবে প্রণীত গৃহায়ন নীতিমালা না মেনে অনেক স্থানে বসতি গড়ে তোলা হয়েছে গড়ে তোলা হয়েছে কলকারখনা। অপরিকল্পিভাবে ওইসব ভবন নির্মাণের ফলে পরিবেশের মরাত্মক ক্ষতি করছে। তাই এখন থেকে যেন আর কেউ অপরিকল্পিভাবে ঘারবাড়ি কিংবা করলকারখানা স্থাপন করতে না পারে সে জন্য জেলা ও উপজেলা ভবন নির্মাণ কমিটি মনিটরিং করবে। সরকার এবিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন-সারাদেশে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসাবে চাঁপাইনবাবগঞ্জেও প্রায় ৩শ’ জনের একটি তালিকা করে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে তারা ঘর পাবে। পরিকল্পতিভাবে নীতিমালা মেনে ভবন নির্মাণের জন্য তিনি আহবান জানান।
গণপূর্ত বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ’র নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা বলেছেন, ভবন নির্মাণের পূর্বে অভিজ্ঞ মৃত্তিকা বিজ্ঞানি মাটি পরীক্ষা করে এবং অভিজ্ঞ প্রকৌশলীকে দিয়ে নকশা তৈরী করে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ করতে হবে। কোন রাজমিস্ত্রিকে দিয়ে করা যাবে না।
“গৃহায়ন নীতিমালা সাধ্যের আবাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপূর্ত বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ আয়েজিত আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, স্থানীয় গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জাহিদ হাসান, উপসহকারী প্রকৌশললী সালাউদ্দিন পারভেজ, সত্যজিত রায় প্রমুখ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একইস্থানে শেষ হয়।