চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নুর- উর-রহমান। শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শনিবার মহা দশমীর দিন সকালে শিবগঞ্জের বিভিন্ন পূজা ম-প পরিদর্শন করেন। একই সাথে ম-পে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি পূজা আয়োজকদের সঙ্গে বিভিন্ন বিষয় ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর নেন। ম-প পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন- বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশে সব ধর্মের উৎসব সব মানুষ সমানভাবে উপভোগ করেন। আমরা সবাই বাঙালি। আমাদের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সম্প্রীতি বন্ধন অক্ষুন্ন রাখতে হবে। ম-প পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।