দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে সীমিতপরিসরে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে আওয়ামী লীগ ও পৌর সেচ্ছাসেবকলীগ কর্মীরা।
সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন ও শহীদ হোসেন রানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম শাকিল, পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. কাফি ছিলেন। তারা পতাকা উত্তোলন ও দোয়া করেই দ্রুত চলে যান।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহা. গোলাম মোস্তফা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনারুল ইসলাম বুলবুল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোক্তাদির। এছাড়াও গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে ও শিবগঞ্জ উপজেলার আদিনা কলেজ এলাকায় শোক পালন করেছেন স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা।

 

About The Author