চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ১৫০টি মুনিয়া পাখি উদ্ধার করেছেন ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা। পরে সবগুলো পাখি অবমুক্ত করা হয়।
বুধবার ৫৩ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৭টায় ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ মহানন্দা ব্রিজ চেকপোস্টে কর্তব্যরত টহলদল একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে। এ সময় বাসের বক্সের ভেতরে পাখিসহ ২টি খাঁচা খুঁজে পায়। পরবর্তীতে টহলদল বাসের যাত্রীদের কাছে পাখির মালিকানার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে কেউ মালিকানা দাবি না করায় মালিকবিহীন অবস্থায় পাখিগুলো উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগকে অবগত করা হয়।
পরে জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যনাথ সরকার এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়কের উপস্থিতিতে উদ্ধার ১৫০টি মুনিয়া পাখি অবমুক্ত করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।