চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ জড়িতদের শাস্তির দাবি : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদ

35

চাঁপাইনবাবগঞ্জে জেলা ও আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও স্বাধীনতাবিরোধীদের উস্কানিমূলক স্লোগান এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :

নিজস্ব প্রতিবেদক : সকাল ৯টায় জেলাশহরের শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সবেক এমপি মু. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. আব্দুল ওদুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মু. জিয়াউর রহমান। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেনÑ সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোখলেসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা ও সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি ও স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তাদের সেই সন্ত্রাসী কর্মকা- মানুষ এখনো ভুলে যায়নি। বক্তারা আরো বলেন, বড় বড় উন্নয়নের কারণে দেশ যখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হচ্ছে, তখন বিএনপি-জামায়াতের কুশীলবরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।
যারা আবারো পঁচাত্তরের হাতিয়ারকে গর্জে ওঠাতে চায় তাদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযদ্ধের চেতনাবিরোধী এবং জাতির পিতার হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শিবগঞ্জ ডাকবাংলো চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেনÑ সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ছবি, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর লালান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গণি জোহাসহ অন্যরা।
বক্তারা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা আওয়ামী লীগ ও যুব লীগের যৌথ ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেলে বিক্ষোভ সমাবেশ অুনষ্ঠিত হয়েছে। মেডিকেল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে মেডিকেল মোড়স্থ মুজিব চত্বরে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুল গাফ্ফার মুকুলের সভাপতিত্বে বক্তব্য দেনÑ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, উপজেলা সহসভাপতি আইয়ুব আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি রেজাউল করিম বাবলুসহ অন্য নেতৃবৃন্দ।
নাচোল : জেলার নাচোলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ঔদ্ধত্যপূর্ণ স্লোগান, সরকার উৎখাতের ষড়যন্ত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে নাচোল উপজেলা আওয়ামী লীগ।
সকালে উপজেলার মধ্যবাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসসহ আরো অনেকে।