রবিবার, ৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুলাই ৫, ২০২৫ by

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু

চাঁপাইনবাবগঞ্জে ২০ টাকায় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়দাবাদী দল-বিএনপির।  শনিবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
পরে তিনি শহীদ সাটু অডিটোরিয়ামে ৩১ দফা নিয়ে আলোচনা ও নবগঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
পৌর বিএনপির সভাপতি মো. সারওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন— জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আবু তাহের খোকন, বিএনপি নেতা ইসমাইল বিশ্বাস, আবুল হায়াতসহ অন্য নেতৃবৃন্দ।
সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সাথে নিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সৈয়দ শাহীন শওকত।
সভা শেষে বিএনপির নতুন সদস্য সংগ্রহে সদস্য ফরম বিতরণ করা হয়।

About The Author

শেয়ার করুন