Last Updated on নভেম্বর ১৮, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বর্ধিত সভা
চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মো. আমিরুল ইসলাম আলিম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক হায়াতুদ্দৌলা ও কৃষিবিদ কামরুল আরেফিন বুলু, বিএনপি নেতা আশরাফুল আলম রশিদ, এনায়েত করিম তোকি, অ্যাডভোকেট নূরুল ইসলাম সেন্টু, ইয়াজদানী আলীম আল রাজি জর্জ, এম মজিদুল হকসহ অন্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম আলিম দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- আমরা নিজেদের স্বার্থের জন্য নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করি, বিভেদ সৃষ্টি করি। এই বিভেদ, এই দ্বন্দ্ব মিটাতে না পারলে সামনে যে রাজনৈতিক চ্যালেঞ্জ আছে তা আমরা মোকাবিলা করতে পারব না।
বিএনপির এই নেতা বলেন, আমরা একটি লড়াইয়ে জয়ী হয়েছি, সেটা হচ্ছে সেমিফাইনাল। ফাইনাল আমাদের সামনে আছে। সেই ফাইনালে যদি আমরা জয় না পাই, তাহলে গত ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম, নেতাকর্মীদের শ্রম, জেল-জুলুম সব বিফলে যাবে। সেই কারণে আমাদের মধ্যে সকল ভেদাভেদ, কাদা ছোঁড়াছুঁড়ি ভুলে গিয়ে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। দল বড় না এমপিরা বড়Ñ এমন প্রশ্ন নেতাকর্মীদের কাছে ছুঁড়ে দিয়ে তিনি বলেন, এমপির চেয়ে দল বড়। তাই এমপির কথায় দল চলবে না, দলের কথায় এমপিরা চলবে।