Last Updated on অক্টোবর ১৯, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জে ‘নির্বাচন ও সংস্কারের রোড ম্যাপ চাই’ স্লোগানকে সামনে রেখে মতবিনিময় করেছে বিএনপি। শনিবার বিকেলে জেলাশহরের শহীদ সাটু হলে ‘পৌর বিএনপি’র ব্যানারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেনÑ বিএনপির চেয়ারপারসনের উপদষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শামসুল হক, পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর কবীর, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামিউল হক সোহেল, সাবেক ছাত্রদল নেতা সামিউল ইসলাম পলাশ, ছাত্রনেতা মীম ফজলে আজিমসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সারাদেশে বিএনপির অসংখ্য নেতা-কর্মীলে গুম-খুন করেছিল, নির্যাতন করেছিল, মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করেছিল। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের নামে প্রহসন করেছিল। দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল। ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মধ্যদিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। অন্তর্বতীকালীন সরকার এখন দেশ পরিচালনা করছে। আমরা চাই নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন।
পরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৮টি সাধারণ ওয়ার্ডের এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।