চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত ও ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলাশহরের পাঠানপাড়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হারুনুর রশীদের বাসভবনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সাবেক এমপি হারুনুর রশীদ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা শামসুল হক গানু মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসরাম, সাবেক কাউন্সিলর আব্দুল বারেকসহ অন্য নেতৃবৃন্দ।
অন্যদিকে আমাদের শিবগঞ্জ প্রতিনিধি এ কে এস রোকন জানান, রবিবার বিকেলে কানসাট ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মাহিদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুম রানা টমাস মাস্টারের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিায়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন- শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম হায়দারি, পৌর যুবদলের সাবেক সভাপতি আবুল বাসার।
পরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া করা হয়।
অপরদিকে আমাদের গোমস্তাপুর প্রতিনিধি আল-মামুন বিশ্বাস জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন দলীয় নেতাকর্মীরা। রবিবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন একটি মিল চাতালে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাইরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, সদস্য সচিব ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তারিক আহমদ, বিএনপি নেতা মনিরুজ্জামান সোহরাব, আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, বাবলু মহাজন, গনি হামিদ, ছাত্রদল নেতা আল আমীন, আসিফ আহমেদ, যুবদল নেতা পিয়ারুলসহ অন্যরা।